পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত হোমগার্ড এবং এনভিএফ বাহিনীর প্রথম ঐতিহাসিক রাজ্য সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শহিদ প্রদ্যুৎ স্মৃতি সদনে।
সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, এসআরপি খড়্গপুর জিআরপি’র দেবশ্রী সান্যাল, কো-অর্ডিনেটর পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির শান্তনু সিনহা বিশ্বাস, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত,কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর রুহুল আমিন আলী শাহ,ওয়েলফেয়ার কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব, অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ পর্ষদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত শাখার হোমগার্ড এবং এনভিএফ- এর প্রতিনিধিরা।
পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত হোমগার্ড ও এনভিএফ বাহিনীর প্রথম রাজ্য সম্মেলনে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন সম্মেলনে উপস্থিত পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সম্মেলনে উপস্থিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার পশ্চিমবঙ্গ পুলিশের হোমগার্ড ও এনভিএফ বাহিনীর রাজ্য সম্মেলনের সাফল্য কামনা করেন। সেই সঙ্গে তিনি সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।