অনাস্থা ভোটে ভাটপাড়া পুরসভায় জয়ী হয়েই উচ্ছ্বাস প্রকাশ ফিরাদ, মদনের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ জানুয়ারি:
ভাটপাড়া পুরসভা দখল করে উজ্জিবীত তৃণমূল। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার দখল নিয়েছে রাজ্যের শাসক দল। অনাস্থা প্রস্তাবে ১৯ – ০ ভোটে জয়ী হয়েছে তৃণমূল। অর্জুন পুত্র পবন সিংয়ের বিরুদ্ধে অনস্থা এনে ভাটপাড়া পুরসভার দখল নিল রাজ্যের শাসক দল। আর অর্জুন সিংয়ের গড়ে হানা দিয়ে উজ্জিবীত রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। তিনি বলেন, গায়ের জোরে পুরসভা দখলে নিয়েছিল বিজেপি। বাইরে থেকে গুন্ডা এনে পুরসভা দখল করেছিল বিজেপি। তবে বেশিদিন গুন্ডামি করে রাজনীতি হয় না বলে ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করেন ফিরাদ হাকিম।

অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্র বলেন, অনেক কাউন্সিলার আমাকে ভুল বুঝেছিল। তারা আবার নিজেদের ভুল বুঝতে পেরে দলে ফিরেছেন। আমরা তাই আনন্দিত। তৃণমূলকে গায়ের জোরে পুরসভা থেকে বার করেছিল বিজেপি। তবে এদিন আইনি পথে পুরসভা আমরা দখল নিয়েছে বলে জানান মদন মিত্র। পুরসভায় অনাস্থা ভোটে জয় পেতেই পুরসভার বাসিন্দাদের পুর পরিষেবা ভালো করার কথা জানান পুরমন্ত্রী ফিরাদ হাকিম। তিনি অভিযোগ করেন, বিজেপি পুরসভার দখল নিতেই পুরপরিষেবা লাটে ওঠে। তবে এখন পুরপরিষেবা ভালো হবে বলে জানান রাজ্যের পুরমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *