দুয়ারে সরকারে ভয় পেয়েছে বিজেপি’, বিভাজনের রাজনীতি নিয়েও দিলীপকে আক্রমণ ফিরহাদের

রাজেন রায়, কলকাতা, ২ ডিসেম্বর: ‘দুয়ারে সরকার কর্মসূচিকে ভয় পেয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের এখন কিছুই করার নেই, যতক্ষণ না নির্বাচন ঘোষণা হচ্ছে। তাই বিজেপি ভয় পাচ্ছে মমতার নতুন কর্মসূচিকে।’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দুয়ারে সরকার নিয়ে কটাক্ষের জবাব এভাবেই দিলেন ফিরহাদ হাকিম।

এদিন দুপুরে রাজ্যের অবাঙালি আবেগ উস্কে দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে বাঙ্গালীদের থেকে অবাঙালিদের অবদান বেশি রয়েছে। ফিরহাদ বলেন,‘বহিরাগত মানে নির্বাচনের সময় যারা বাইরে থেকে আসেন তাদের কথাই বোঝায়। যে সকল পাখি শীতের সময় আসে আবার চলে যায় তেমনই নির্বাচনের সময় যারা আসেন আবার চলে যান তাদের কথাই আমরা বলছি।

তিনি আরো স্পষ্ট করে বলেন, ‘এখানে এমন অনেক ফ্যামিলি আছে যারা এখানে বাইরে থেকে এসে ইন্ডাস্ট্রি করেছেন-আছেন, তারা কেউ কেউ আমার থেকেও অনেক পুরনো লোক এখানে আছে। অনেক লোক আছে যারা হিন্দিতে কথা বলে কিন্তু এখানে থাকে। তাদেরকে আমরা বহিরাগত বলছি না। ইলেকশনের সময় বাইরে থেকে এসে কথা বলে চলে যায়। তাদের বহিরাগত বলছি। বাংলার মানুষকে নিয়ে দিলীপ ঘোষ আসলে বিভাজনের রাজনীতি করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *