আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: সোমবার সকালে হাওড়ার উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই নার্সিংহোমে দোতলার একটি ওয়ার্ডে আগুন লাগে। প্রথমে নার্সিং হোম কর্তৃপক্ষ চেষ্টা করলেও পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।
দমকল কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, ওই নার্সিং হোমে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল না। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উলুবেড়িয়া এলাকায় নার্সিং হোম গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো। অগ্নি নির্বাপন ব্যবস্থা অধিকাংশেরই নেই।