আমাদের ভারত, বারুইপুর, ৩০ মার্চ: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ রায় চৌধুরীর উদ্যোগে বাড়ি বাড়ি চাল, ডাল, আলু পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। বাজারে ভিড় কমাতেই এই উদ্যোগ নিয়েছেন তৃণমূল কাউন্সিলর।
প্রাথমিকভাবে প্রায় পাঁচশোটি বাড়িতে ছয় কিলো করে চাল তিন কিলো করে আলু এক কিলো করে ডাল পৌঁছে দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব ও সাধারণ স্বাস্থ্যবিধি বজায় রেখেই চাল, ডাল, আলু প্যাকিং চলছে। লকডাউন দীর্ঘায়িত হলে আগামী দিনে দুঃস্থ মানুষদের পাশে আবারো দাঁড়াবেন বলে জানালেন কাউন্সিলর। পুরপিতার এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন।