পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: রেশনের চাল নিয়ে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করা ‘বেইমান’, দলে থাকা ‘উইপোকা’ খুঁজে বের করুন। বিজয়া সম্মেলনীতে দলীয় কর্মীদের বার্তা দিলেন মন্ত্রী মানস ভুঁইঞা।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং স্কুল মাঠে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে কর্মীদের এভাবেই সতর্ক করলেন মন্ত্রী। তিনি বলেন, মেদিনীপুর ও সবংয়ের তৃণমূল কর্মীদের অনুরোধ করছি, খুঁজে বের করুন সেই বেইমান গুলোকে। যারা আমার মুখ্যমন্ত্রী, নেতা সরকারের কুৎসা করছে। বিনা পয়সায় রেশনের চাল নিয়ে যাচ্ছে বাড়িতে। আর কত টাকার গ্যাসে চাল ফুটছে সেটা নিশ্চয়ই আপনাদের গায়ে জ্বালা হয়। কোথায় গেল বছরে দু’কোটি করে চাকরি দেবো বিজেপির হুংকার?
এদিন সবং বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক নেতা- কর্মী বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানষ ভুঁইঞার হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও সবং বিধানসভার অন্তর্গত জাতি, বর্ণ, নির্বিশেষে সকল স্তরের বয়স্কদের সম্বর্ধনা দেওয়া হয়। মূলত মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে ফের শক্তি সঞ্চয় করল শাসক দল।
এদিন মানষ ভুঁইঞা সহ উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত, জেলা তৃণমূল যুব সভাপতি সৌরভ চক্রবর্তি, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, জেলা সহ সভাপতি বিকাশ ভুঁইঞা, সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। এদিন বিজয়া সম্মেলনী হলেও কার্যত জনসভায় পরিণত হয়েছে প্রায় হাজার দশেক কর্মী সমর্থকের উপস্থিতিতে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।