রাজেন রায়, কলকাতা, ১৬ সেপ্টেম্বর: শেষ হল মাসখানেক ধরে চলা সরকারি কর্মযজ্ঞ দুয়ারে সরকারের ক্যাম্প। ১৬ অগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পে আবেদন করেছেন প্রায় কয়েক কোটি মানুষ। নবান্ন সূত্রে খবর, শিবিরে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এবার মোট আবেদন জমা পড়েছে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ (৩ কোটি ৫৬ লক্ষ)। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই আবেদন এসেছে ১ কোটি ৮০ লক্ষ।
এরপরই রয়েছে স্বাস্থ্য সাথীর স্থান। ৬৫ লক্ষ আবেদন পত্র জমা পড়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের উপভোক্তা হতে চেয়ে। খাদ্য সাথীর জন্য আবেন করেছে ২৭ লক্ষ মানুষ। কাস্ট সার্টিফিকেটের জন্য ২৭ লক্ষ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ২ লক্ষ ৩৩ হাজার, আধার কার্ড করার জন্য ২ লক্ষ ৫৭ হাজার আবেদন জমা পড়েছে।
যদিও ভোটের কারণে ভবানীপুর ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গীপুরে দুয়ার সরকার আগেই বন্ধ হয়ে গিয়েছে। এই তিন বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট আগামী ৩০ সেপ্টেম্বর। নিয়ম অনুযায়ী, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই তিন বিধানসভা কেন্দ্রে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। তবে পরে ফের দুয়ারে সরকার কর্মসূচির ব্যবস্থা করা হবে, এমনটাই সূত্রের খবর।