Jalpaiguri, Puja committee, জলপাইগুড়ির ২৩০টি পুজো কমিটিকে দেওয়া শুরু হলো রাজ্য সরকারের আর্থিক অনুদান

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর: জলপাইগুড়ির দুর্গা পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার। এদিন কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩০টি পুজো কমিটির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার শুরু হলো। তিন দিন ধরে এই চেক বিলির প্রক্রিয়া চলছে।

এদিনের চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক বন্দ্যোপাধ্যায়, কোতোয়ালি থানায় আইসি সঞ্জয় দত্ত, সদর ট্র‍্যাফিক আইসি অমিতাভ দাস সহ অনেকে।

জেলার মোট ৮১৫টি পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পাবেন। সকল পুজো কমিটিকে অন লাইনে পুজো করার জন্য আবেদন জানাতে হবে। এরপর সেই আবেদন করার কপি জমা করার পরেই মিলবে সরকারি অনুদান। কোতোয়ালি থানা এলাকায় মোট ২৩০টি পুজো কমিটিকে চেক বিলি করা হবে। পুজো মণ্ডপে ডেঙ্গি, বাল্য বিবাহ বন্ধ করার প্রচার করা হবে বলে জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ।

পুর প্রধান পাপিয়া পাল বলেন, “সরকারের বিধিনিষেধ মেনে পুজো ভালভাবে কাটবে।”

জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবহালে বলেন, ”জেলার ৮১৫টি পুজো কমিটি অনুদান পাবেন, ৭৫টি মহিলা পুজো কমিটি রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *