আমাদের ভারত, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: মহামেডানের মৃত সমর্থকের পরিবারকে আর্থিক সহায়তা দিল রাজ্য।
গত ৩১ আগস্ট মহামেডান মাঠে কলকাতা লিগে মহামেডান বনাম খিদিরপুরের খেলার বিরতিতে মহামেডান বনাম আর্মি রেড-এর খেলা চলাকালীন মহামেডান মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মহামেডান সমর্থক মোঃ সিরাজউদ্দিন ওরফে রাজকুমার মারা যান।
সোমবার তাঁর পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে দু’লক্ষ টাকার চেক তুলে দেন মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সচিব রাজেশ সিনহা।
এছাড়াও আই এফ এ’র পক্ষ থেকে দেড় লক্ষ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ ও মহামেডান ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় মৃত সমর্থকের পরিবারের হাতে।