10 thousand, 38 consumer club, West Medinipur, পশ্চিম মেদিনীপুরের ৩৮টি কনজ্যুমার ক্লাবকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ক্রেতা সুরক্ষা দফতরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: জিরে থেকে হিরে, নুন থেকে লোহা। আপনি যাই কিনতে যান না কেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আছে আপনাকে ঠকিয়ে দেবে। ক্রেতাদের সুরক্ষা দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কনজিউমার ক্লাব তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনে ৩৮টি কনজ্যুমার ক্লাব আছে। আজ পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের পরিকল্পনা ভবনে ৩৮টি স্কুলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা।

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রেতা সুরক্ষা দপ্তরের এই ধরনের কনজ্যুমার ক্লাব তৈরি করার উদ্দেশ্য যেমন ছাত্র-ছাত্রীদের সচেতন করা, তেমনই সেই এলাকার অভিভাবক সহ মানুষজনকে কেনাকাটা সম্বন্ধে সচেতন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *