পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩৯ ডিসেম্বর: আজ ডেবরা ব্লকের হরিমতি হাইস্কুল মাঠে ১৭তম বর্ষ সন্তোষ ধাড়া, ভানুমতি ধাড়া স্মৃতি ট্রফির দুই দিনের ক্রিকেট টুর্নামেন্ট- এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল এই টুর্নামেন্টে এর সূচনা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বের খেলায় মোহনবাগান ফ্রেন্ডস ক্লাব বনাম অ্যালয় ইলেভেন উলুবেড়িয়া ক্লাব অংশ নেয়। উলুবেড়িয়া ক্লাব ১০ উইকেটে পরাজিত করে মোহনবাগান ক্লাবকে। এই টুর্নামেন্টে থেকে ডেবরা ব্লকের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেরা ছাত্র ছাত্রীদেরও পুরষ্কৃত করা হয়।
ডেবরা বাজার (মুম্বাই রোড) নাগরিক কল্যাণ কমিটি অ্যান্ড ডেবরা স্পোর্টস অ্যাসোসিয়েশন- এর উদ্যোগে এই টুর্নামেন্ট গত ১৭ বছর ধরে হয়ে আসছে। ডেবরা স্পোর্টস অ্যাসোসিয়েশন- এর সহ সম্পাদক সীতেশ ধাড়ার ঠাকুরদা এবং ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট। আজকের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ ধাড়া এবং ভানুমতি ধাড়ার পুত্র সুজিত ধাড়া, পুত্রবধূ নমিতা ধাড়া, নাতি সীতেশ ধাড়া, সমাজসেবী বিবেকানন্দ মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু বিশুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।