বড় আকারে বিলগ্নিকরণের প্রস্তাব বাজেটে, বীমায় বিদেশি বিনিয়োগ বেড়ে ৭৪%, তবে থাকবে রক্ষাকবচ

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি:এবারের বাজেটে বড় আকারে বিলগ্নীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণ করা হবে। কেবল কৌশলগত গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রে সামান্য অংশিদারিত্ব থাকবে সরকারের। এর আগে আত্মনির্ভর ভারত প্যাকেজে বিলগ্নীকরণ পরিকল্পনার একটি অংশ ঘোষণা করা হয়েছিল। বীমাতেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে করা হলো ৭৪%। বিদেশি সংস্থাগুলির যাতে ভারতে বিনিয়োগ করতে পারে সেই পথ আরো প্রশস্ত করা হলো। তবে থাকবে রক্ষাকবচ, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বর্তমানে বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ করা যেতে পারে ৪৯%। বীমা আইন সংশোধন করে সেটাই বেড়ে হলো ৭৪%। এর পাশাপাশি বিদেশি মালিকানার নিয়ন্ত্রণেও সায় দিয়েছেন নির্মালা সীতারামন। তবে থাকবে রক্ষাকবচ।

এদিন বাজেট ভাষণে সীতারামন বলেন, বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। বিদেশি মালিকানা ও সুরক্ষাকবচ মেনে নিয়ন্ত্রণেও অনুমোদন দেওয়া হবে। নতুন পরিকাঠামোয়, সংস্থার বোর্ডের অধিকাংশ পরিচালক ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারতের বাসিন্দা হতে হবে। অন্তত ৫০ শতাংশ পরিচালক হবেন স্বাধীন। লাভের একটা নির্দিষ্ট অংশ সাধারণ তহবিলে রাখতে হবে। ২০০০ সালে বীমা ক্ষেত্রে বেসরকারিকরণের হাওয়া লেগেছিল। তখন অনুমোদিত বিদেশি বিনিয়োগ ছিল ২৬ শতাংশ। ২০১৫ সালে তা বাড়িয়ে ৪৯% করা হয়।

একই সঙ্গে সীতারামন বলেছেন, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণ করা হবে। চারটি ক্ষেত্রে সরকারের সামান্য অংশীদারিত্ব থাকবে। বাকি ক্ষেত্রগুলি পুরোপুরি বেসরকারিকরণ করা হবে। তিনি জানান স্ট্র্যাটিজিক ও নন স্ট্র্যাটেজিক সেক্টরে বেসরকারীকরণের জন্য নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। এরপরে কোন কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণ করা যায় তা স্থির করবে নীতি আয়োগ।

২০-২১ সালে যে সংস্থাগুলির বিলগ্নীকরণ হবে তার মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এয়ার ইন্ডিয়া, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, ভারত আর্থ মুভার্স লিমিটেড এবং পবন হংস।
নির্মলা সীতারামন জানিয়েছেন, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও বিলগ্নীকরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *