আইপিএল থেকে বিদায় ধোনিদের

আমাদের ভারত, ২৩ অক্টোবর: মরণ বাঁচন ম্যাচে মুম্বইয়ের কাছে ১০ উইকেটে হেরে আই পিএল থেকে বিদায় নিল ধোনির চেন্নাই সুপার কিংস। বোল্ট, বুমরাদের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করল ধোনি, রবীন্দ্র জাদেজারা।

অথচ প্লে অফে পৌঁছাতে গেলে শেষ চারটে ম্যাচে সবকটা ম্যাচেই জিততে হতো ধোনিদের। টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বই। এদিন হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দলে ছিলেন না মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ফলে এদিন দলকে নেতৃত্ব দেন কেইরন পোলার্ড। অন্যদিকে চেন্নাই দলেও তিনটে পরিবর্তন করা হয়েছিল। তবে তারপরেও শেষরক্ষা হলো না। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ধোনির দল। বোল্ট (৪-১৮), বুমরা (২-২৫), রাহুল চহার (২-২২) এর সামনে দাঁড়াতেই পারেনি রুতুরাজ গায়কোয়াড়কে (০)  অম্বতি রায়ুডু (২) ও জগদিসান(০),দু প্লেসিরা (১)।  ২ ওভার ৫ বলে ৩ রানে ৪ উইকেট খুইয়ে বসে ধোনিরা। সেখান দলকে টেনে তোলার শেষ চেষ্টা করেন স্যাম কারেন। শেষ ৫২ রান করে তিনি বোল্টের বলে আউট হন। মহেন্দ্র সিং ধোনি করেন ১৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৪ রান তোলে চেন্নাই।

১১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১২.২ ওভারেই জয়ের রান তুলে ফেলে মুম্বই। দুই ওপেনার ঈশান কিশান ৬৮ রানে এবং ডি কক ৪৬ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে হারের ফলে প্লে অফে যাওয়ার আর কোন সম্ভাবনাই রইল না চেন্নাইয়ের। সপ্তমীতেই আইপি এল থেকে বিদায় নিল ধোনির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *