আমাদের ভারত, ৫ জানুয়ারি: মুখ্যমন্ত্রীকে ব্যর্থ বলে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করলেন, রাজ্যে নৈরাজ্য চলছে। আর এই অস্থিরতার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। অবৈধ অনুপ্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার।
সম্প্রতি রাজ্য রাজনীতি অনুপ্রবেশ তথা জঙ্গি প্রবেশ নিয়ে উত্তপ্ত। সেই ইস্যুকে সামনে রেখে বিজেপির রাজ্য সভাপতি রাজ্য সরকারকে আক্রমণ করছেন। পাসপোর্ট কেলেঙ্কারিতে রাজ্য পুলিশের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপি নেতা নিশানা দেগেছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাদের দাবি, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ ব্যর্থ, কারণ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি লেখেন, রাজ্যে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈরাজ্যকর শাসন ব্যবস্থা এখন প্রশাসনের সকল স্তরের কর্মচারীদের দুর্নীতিতে জড়িয়ে ফেলেছে। এতদিন ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় অবৈধ অনুপ্রবেশের সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ সত্ত্বেও মুখ্যমন্ত্রী কোনো কর্ণপাত করেননি। তবে হঠাৎ চাপের মুখে তার ছদ্মবেশি পুলিশ বাহিনী এখন নিজ নিজ বিভাগের প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য। মাননীয় মুখ্যমন্ত্রীর এক সময়ের নীরব গোয়েন্দা সংস্থাগুলো আজ হঠাৎ করে কেমন করে জেগে উঠলো? পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে মমতা দিদির ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করার মরিয়া প্রচেষ্টা উপর থেকে নিচ পর্যন্ত পুরো পুলিশ বিভাগগে কাজে লাগানো হয়েছিল। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জায় লুকোনোর জায়গায় নেই।”