আশিস মণ্ডল, সিউড়ি, ৫ মে: “জনজাতি মানুষদের শোষণ করছে এই সরকার। জমির মালিকরাই নিজেদের জমিতে শ্রমিকের কাজ করছেন। আবার এই জনজাতি মহিলাদের ধর্ষণ করে খুন করা হচ্ছে”। প্রচারে বেরিয়ে রাজনগরে জনজাতি সমাজের ঘরোয়া সভায় একথা বলেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য।
রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভবানীপুর, নগরী, মল্লিকপুর এবং ভুরকুনা অঞ্চলে প্রচার সারেন। এরই মাঝে জনজাতি আয়োজিত একটি ঘরোয়া সভায় উপস্থিত হন দেবতনুবাবু। তিনি বলেন, “এই সরকার জনজাতি সমাজকে নিয়মিত শোষণ করছে। আপনারা নিজের জমিতেই জনমজুরের কাজ করছেন। আপনাদের মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। জনজাতি সমাজের মহিলাদের ধর্ষণ করে খুন করা হচ্ছে। শাসক দলের মদতেই এসব হচ্ছে। আর সরকার, পুলিশ সব চোখ বন্ধ করে বসে আছে। এবার জবাব দেওয়ার সময় এসেছে। মোদী সরকার জনজাতি সমাজের উন্নয়নে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। তাই আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শোষণ, অত্যাচারের জবাব দিতে হবে”।
কাঠফাটা রোদে প্রচারে বেরিয়ে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন দেবতনু ভট্টাচার্য। তিনি বলেন, “যে গ্রামেই যাচ্ছি মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাদের শরীরি ভাষায় প্রকাশ পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই অত্যাচারী শাসকের হাত থেকে তারা মুক্তি চান। অনেকে শাসক দলের নেতাদের ভয়ে প্রকাশ্যে কিছু বলতে না পারলেও শরীরি ভাষায় তারা বুঝিয়ে দিয়েছেন তারা বিজেপির সঙ্গে আছেন”।
দেবতনুবাবু বলেন, “এই বীরভূমে আমি বহুদিন থেকে গিয়েছি। ফলে জেলার ভৌগোলিক অবস্থান আমার জানা। মনে রাখবেন আমি এখানে শুধু এক – দু’ মাসের জন্য আসিনি। আমি বীরভূমের মানুষের সুখ দুঃখের পাশে থাকতে এসেছি। আর মোদীর সংকল্প, মোদীর গ্যারান্টি আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি”। এদিন যে অঞ্চলে বিজেপির প্রার্থী গিয়েছেন সেখানেই মানুষের ঢল নেমেছে।