Arjun singh, BJP, দাবদাহ উপেক্ষা করে রবিবাসরীয় প্রচারে অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ মে: বাইরে তীব্র গরম, অথচ সেই তীব্র গরমকে উপেক্ষা করেই জোর কদমে প্রচার চালাচ্ছেন ব্যারাকপুর কেন্দ্রের রাজনৈতিক দলের প্রার্থীরা। মাথায় গেরুয়া টুপি পরে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রবিবাসরীয় প্রচার চালালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তবে এদিন প্রচারের মাঝে সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন সিং। তাঁর দাবি, সন্দেশখালির যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভাবে আই প্যাকের করা। তিনি এদিন বলেন, সন্দেশখালির ঘটনাকে চাপা দেওয়ার জন্য, ভোটারদের বিভ্রান্ত করার জন্য এসব করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনদের সন্মান কলুষিত করছেন এসব ঘটনা ঘটিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন না উনি ক্ষমতায় থাকার জন্য রাজ্যের ক্ষতি করছেন।”

এদিন অর্জুন সিং কাঁকিনাড়ার পানপুর ধানকল মোড় থেকে কেউটিয়া ইঁটভাটা মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রচারের মাধ্যমে জনসংযোগ করেন। প্রচারে বেরিয়ে তিনি দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *