পুরুলিয়া ও বোকারো স্টেশনে ‘জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষ্যে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে প্রদর্শনী

সাথী দাস, পুরুলিয়া, ২৮ অক্টোবর: জাতীয় ঐক্য দিবস উপলক্ষে সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন। ওই ডিভিশনের বোকারো স্টিল সিটি এবং পুরুলিয়া স্টেশনে চার দিনের একটি প্রদর্শনীর সূচনা হয়। এই প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর সময় বোকারো স্টিল সিটি স্টেশনে আঞ্চলিক ব্যবস্থাপক আয়ুষ কুমার উপস্থিত ছিলেন। এছাড়াও দুটি স্টেশনের সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজার সহ অন্যান্য রেল কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিশিষ্ট প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধারা।

প্রদর্শনীতে, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন এবং ভারতের একাত্মকরণে তাঁর ভূমিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনা এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান সম্পর্কিত বিভিন্ন ফটোগ্রাফ ডিজিটাল স্ক্রিনে দেখানো হয়েছে এবং আর্ট গ্যালারিও সজ্জিত করা হয়েছে। এছাড়াও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং সাউথ ইস্টার্ন রেলের কর্মচারী ও তাঁদের পরিবার দেশাত্মবোধক গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করা, যাতে ভারতের নাগরিকরা শিখতে পারে কিভাবে শক্তিশালী হতে হয় এবং ঐক্যবদ্ধ থাকতে হয়। তা জানানো হয় আয়োজক আদ্রা ডিভিশনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *