পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতিক দপ্তরের উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেদিনীপুর শহরের বার্জ টাউন এলাকায় প্রদর্শনী, এক্সপো ও সংস্কৃতিক মেলার আয়োজন করা হয় শুক্রবার। এদিন সন্ধ্যায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করন জেলাশাসক খুরশিদ আলী কাদরী।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডা: মানষ ভুঁইঞা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।