পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: একুশের বিধানসভা ভোটের পরের দিন ভোর রাতে রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনায় ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সম্প্রতি সেই মামলায় ছত্রধর মাহাতো অব্যাহতি পেয়েছেন। এই মামলা থেকে অব্যাহতি পাওয়ায় দীর্ঘ ৩ বছর পর নিজের জায়গা ঝাড়গ্রাম জেলায় তিনি পা দিলেন রবিবার। ঝাড়গ্রাম জেলায় প্রবেশ করতেই তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে তুললেন।
প্রথমে বালিবাসার টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়াকার্স ইউনিয়নের উদ্যোগে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে বিশাল বাইক মিছিল করে লোধাশুলিতে তিনি উপস্থিত হলে সেখানে ব্লক নেতৃত্ব তাকে অভ্যর্থনা জানায়। এভাবেই আজ সারাদিন তাকে রাস্তার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ দেখার জন্য ভিড় করে থাকে এবং তাকে দেখতে পেয়ে সবাই অভ্যর্থনা জানায়। তিনি বলেন, “আপনাদের এই অভ্যর্থনা পেয়ে আমি খুবই আপ্লুত। আমি সব সময় আপনাদের পাশে আছি।”