সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ নভেম্বর: বৈদ্যুতিক তারে সংযোগ হয়ে একটি খড় বোঝাই লরিতে আগুন লাগাকে কেন্দ্র করে তুলকালাম কোতুলপুরের বামুনাইরি মোড় এলাকা। দমকল আসতে দেরি হওয়ায় ক্ষোভের মুখে পড়ে পুলিশ। উত্তেজিত গ্রামবাসীরা চড়াও হয় পুলিশের উপর। পুলিশের গাড়িতে ভাঙ্গচুর করা হয়।আগুনের লেলিহান শিখায় গ্রামের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কায় গ্রামবাসীরা দিশেহারা হয়ে পড়ে। গতকাল রাতে কোতুলপুরের বামুনাইরি মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধার পর একটি খড় বোঝাই লরি বামুনাইরি মোড়ের দিকে আসছিল। সেই সময় হাইটেনশন লাইনের সঙ্গে খড়ের সংযোগ ঘটে।তারপরেই আগুন ধরে যায়।আগুন দাউদাউ করে জ্বলতে থাকায় চালক লরিটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে গ্রামবাসীরা দমকল ও পুলিশে খবর দেয়।পুলিশ এসে পৌঁছালেও দমকল আসতে দেরি করে।তা দেখে স্হানীয় মানুষ উত্তেজিত হয়ে ওঠে। চড়াও হয় পুলিশের উপর। ভাঙ্গচুর করে পুলিশের গাড়ি। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে।