পিকনিকে থার্মোকল বর্জন করুন, আবেদন গ্রামবাসীর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ডিসেম্বর: তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে। বয়ে চলেছে উত্তরে হাওয়া, বাড়ছে শীতের প্রভাব। আর এই শীতের প্রভাবে একটু পিকনিক না হলে কি চলে? প্রতিবছরই বহু মানুষ নয়াগ্রামে সুবর্ণরেখা নদীর তীরে পিকনিক করতে ভীড় জমান। তাই পিকনিক করতে আসলে এখানে কিছু শর্ত মেনে চলতে হয়, এই শর্ত অন্য কিছু নয়, পরিবেশ রক্ষার জন্য থার্মোকল বর্জন ও প্লাস্টিক বর্জন করতে হবে।

গতবছর এই এলাকার ডাহি অঞ্চলের গ্রামবাসী ও নয়াগ্রাম থানা যৌথ উদ্যোগে এলাকায় যারা পিকনিক করতে এসেছিলেন থার্মোকলের থালা, বাটি, গ্লাস নিয়ে, তাদের কাছ থেকে থার্মোকলগুলো নিয়ে তাদের হাতে শালপাতা তুলে দিয়ে ছিলেন। তাদের এই যৌথ প্রচেষ্টা এবারেও চলবে। গ্রাম বাসিদের বক্তব্য, জঙ্গলমহলের রানী সুবর্ণরেখার উপর সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার। তাই এই অঞ্চলে থার্মোকল ও প্লাস্টিকের সামগ্রীর ব্যাবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। যারা ডাহি প্রকৃতি উদ্যান সংলগ্ন সুবর্নরেখার তীরবর্তী অঞ্চলে আগামী দিনগুলোতে পিকনিক করতে আসবেন তারা দয়া করে থার্মোকল ও প্লাস্টিকের সামগ্রী বর্জন করুন, তার পরিবর্তে শালপাতার থাল, বাটি ও কাগজের গ্লাস ব্যাবহার করুন। আগের বছরের মত এই বছরও থার্মোকল ও পলিথিনের বিরুদ্ধে প্রশাসন ও আমাদের যৌথ নজরদারি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *