সুশান্ত ঘোষ, হাবড়া, ৫ ডিসেম্বর: এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকার সাহাপাড়ায়। এদিন সকালে গোপীনাথ সাহা (৩৮) নামে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে। এই ঘটনা জানাজানি হওয়ার কিছু পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মছলন্দপুর ফাঁড়ির ওসি। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান পুলিশ। উদ্ধার হয় ভাঙ্গাচোরা সাইকেল। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে কোনও গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মৃত গোপীনাথ সাহা বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা। কাজের সূত্রে দীর্ঘদিন ধরে মছলন্দপুরের সাহাপাড়ায় অশোক শর্মা নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া থাকতেন। শনিবার গভীর রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। সকালে রাস্তার পাশ থেকে তার মৃত দেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে খবর, গোপীনাথবাবু রেডিমেট কাপড়ের কাটিং মাস্টার নামে পরিচিত। সম্প্রতি নিজেই রেডিমেট কাপড়ের ব্যবসা করছিল। প্রতিদিনই মার্কেট থেকে তাগাদা করে রাত করে বাড়ি ফেরে। এদিনও বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে গোপোনাথবাবুর মৃত্যু হয়েছে তা নিয়ে অন্ধকারে পরিবার। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যু কারণ।