তৃণমূল থেকে সবাই চলে আসবে, পিসি ভাইপো আর ফিরহাদ হাকিম ছাড়া দলে কেউ থাকবে না, আরামবাগে বললেন দিলীপ ঘোষ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৭ ডিসেম্বর: তৃণমূল থেকে সবাই চলে আসবে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে উনুন জ্বালিয়ে প্রতিবাদ করার জন্য পিসি, ভাইপো আর বাড়ি পাহারা দেবার জন্য ফিরহাদ হাকিম ছাড়া দলে কেউ থাকবে না। বৃহস্পতিবার
আরামবাগের বৃন্দাবনপুর ফুটবল ময়দানে বিজেপির যোগদান মেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আরামবাগে কোনও ভোট হয়নি। লোকসভায় আমরা জিতেছিলাম কিন্তু চক্রান্ত করে জোর করে আমাদের পরাজিত করা হয়েছে। এখন চারিদিকে খুন রাহাজানি বাটপারি চলছে। তৃণমূল ছেড়ে পালাচ্ছে নেতারা। বাড়ি তৈরি, পায়খানা তৈরি, পরিবারের ছেলেটার চাকরির জন্য টাকা নিয়েছে নেতারা। তাদের কাছে টাকা ফেরত চাইবে মানুষ।

দিলীপ ঘোষ বলেন, আপনারা দেখেছেন তৃণমূল নেতাদের পুলিশি পাহারা দেওয়া হয়েছে। বিজেপির লোকেরা মারবে সে জন্য নয়, তৃণমূল ছেড়ে যেন নেতারা অন্য দলে যেতে না পারে তার জন্য পুলিশ পাহারা দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। এখন দুয়ারে দুয়ারে চাল, ত্রিপল চোর। আমফানে কুড়ি হাজার টাকা করে তৃণমূল নেতা-কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছে। সাফাই দিচ্ছে ভুল করে অ্যাকাউন্টে ঢুকে গেছে। কই আপনার আমার অ্যাকাউন্টে তো ভুল করে ওই টাকা ঢোকেনি।

তিনি আরও বলেন, বাংলা চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে আলু চাষ করে পাঁচ টাকা কেজি বিক্রি করল। আর কিনতে হচ্ছে ৪০ টাকা কেজিতে। মাঝখানে এত টাকা কোথায় যাচ্ছে। সব টাকা ভোট লড়াইয়ের জন্য কালীঘাটে পৌঁছাচ্ছে। চাষিদের আলু বীজ কিনতে হচ্ছে ১০০ টাকা কেজিতে। চাষিরা আলু বিক্রি করছে পাঁচ টাকা কেজি আর অন্য রাজ্য থেকে আলু এরাজ্যে বিক্রি করছে ১০০ টাকা কেজি। চাষিদের জন্য প্রধানমন্ত্রী ৬ হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছে। তৃণমূল সরকার সেই টাকা চাষিদের পেতে দিচ্ছে না। রাজ্যে ৭৪-৭৫ লক্ষ্য কৃষক বঞ্চিত হচ্ছে। দিদি থাকলে কৃষকরা কিছুই পাবে না। রাজ্যে তিন কোটি লোক স্বাস্থ্যবীমার সুযোগ পায়নি । এখন ৭ কোটি স্বাস্থ্য বীমা নিয়ে মানুষ কি করবে। ডাক্তার নেই ওষুধ নেই চিকিৎসা ব্যবস্থা নেই।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প এ রাজ্যে চালু হলে ভিন রাজ্যে গিয়েও সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারতো বিনামূল্যে। সব সিন্ডিকেট আর কাটমানিতে চলে যাচ্ছে। এবার ভোট পরিবর্তনের হবে। ২০০ সিট নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি। সবাই মিলে লড়বো, সোনার বাংলা গড়বো।

এদিনের যোগদান মঞ্চে বিরোধী দল থেকে প্রায় তিন হাজার কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেয় বলে বিজেপি সূত্রে জানাগেছে। সভাতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *