স্বাভাবিক ছন্দে ট্রেন চালুর দাবিতে পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ বামেদের

সাথী দাস, পুরুলিয়া, ১৭ ডিসেম্বর: ট্রেন স্বাভাবিক ছন্দে চালুর দাবিতে পুরুলিয়া জেলার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ সমাবেশ করল বামেরা। আজ কোটশিলা, সুইসা, তোরাং প্রভৃতি স্টেশনে বিক্ষোভ দেখায় বিড়ি শিল্পের সাথে যুক্ত ইউনিয়নগুলির যৌথ সংগ্রাম কমিটি। পরে স্টেশন ম্যানেজারের মাধ্যমে আদ্রা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেন কমিটির প্রতিনিধিরা। ওই স্মারকলিপিতে আগের সময়, স্টপেজ এবং ভাড়ায় সব ট্রেন চালুর দাবি জানানো হয়। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আদ্রার ডি আরএম’কে আলাদা করে স্মারকলিপি দেওয়া হয়। সেখানে ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রাপথ অপরিবর্তিত রাখা, ট্রেনে স্বাস্থ্য বিধি মেনে হকারদের কাজের সুযোগের দাবি জানানো হয়।

সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ অন্যান্য বাম শরিকরা এই আন্দোলনে সামিল হয়। এদিনই দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে আলাদা করে চিঠি দেন সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। তিনি ওই চিঠিতে করোনা আবহে ট্রেনে যাতায়াতকারী দিন মজুরদের সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে লোকাল ট্রেন চালানোর দাবি জানান। সব শাখাতেই ট্রেন ভাড়া বিবেচনা করে নির্ধারণের দাবি জানান প্রাক্তন রেল বিষয়ক কমিটির চেয়ারম্যান বাসুদেব আচরিয়া।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ৮ মাস পর পুরুলিয়া থেকে হাওড়া এবং আসানসোল আদ্রা শাখায় হাতে গোনা কয়েকটি ট্রেন চালু হয়। এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিয়েই চালু হয়। এতে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই নিয়ে ক্ষোভ জন্মেছে তাঁদের মধ্যে।  পুরুলিয়া জেলার মতো আর্থ সামাজিক ভাবে পিছিয়ে থাকা জেলায় রেলের এই সিদ্ধান্তে বড় রকম প্রভাব পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *