আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ: করোনা ভাইরাসকে প্রতিহত করতে রাজ্যের প্রতিটি মানুষকে সৈনিকের মর্যাদা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। তবে সচেতন হতে হবে। যদিও মানুষ করোনার মোকাবিলায় অনেক সচেতন হয়েছে বলে জানান জগদীপ ধনকর। সোমবার করোনা নিয়ে ট্যুইট করে এইভাবেই রাজ্যের মানুষের প্রশংসা করেছেন রাজ্যপাল। অন্য একটি ট্যুইটে তিনি লিখেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কারফিউ করার আহ্বান অত্যন্ত সফল হয়েছে। তারজন্যও রাজ্যবাসীকে ধন্যবাদ জানান রাজ্যপাল।