স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর: সুকৌশলে ফিল্মি কায়দায় হাসপাতালের শৌচালয়ের ফলস্ সিলিং ভেঙ্গে পালিয়েও শেষ রক্ষা হল না, ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়লো রায়গঞ্জের পলাতক বন্দী। ধৃতের নাম বিশ্বজিৎ দাস। পুলিশের চিরুনি তল্লাশি জেরে ধরা পড়ে বিচারাধীন এই বন্দী।
প্রসঙ্গত, নির্দিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল বিশ্বজিৎকে। শনিবার তাকে শারীরিক অসুস্থতার কারনে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর তাকে পুলিশ সেলে ভর্তি নেওয়া হয়। রবিবার সকালে অভিযুক্ত শৌচালয়ে গিয়ে প্রথমে সিলিং ভাঙ্গে। তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। যাকে ঘিরে প্রশ্ন উঠেছিল পুলিশ সেলের নিরাপত্তা নিয়ে। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় ধরা পড়ে বিশ্বজিৎ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১.৩০টা নাগাদ রায়গঞ্জের বিন্দোল এলাকা থেকে ধরা পড়ে বিশ্বজিৎ। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।