আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ জানুয়ারি: জোর করে নাচানোর জেরে এক শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন বৃহন্নলার চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। শুক্রবার সকালে বিনপুর থানা এলাকার শিলদায় চন্দন খিলাড়ির যমজ সন্তানকে নাচানোর জন্য হাজির হয় তিনজন বৃহন্নলা। শিশুটি অসুস্থ জানা সত্ত্বেও বৃহন্নলারা জোর করে যমজ সন্তানদের নাচাতে থাকে। এরপরই সুমন নামে একটি শিশু হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শিশুটিকে শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই শিশুটির মৃত্যু হয়।
ওই তিন বৃহন্নলার বিরুদ্ধে বিনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত বৃহন্নলাদের গ্রেপ্তার করে। শনিবার তাদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক ৩০৪ ধারায় অভিযুক্ত তিন বৃহন্নলাকে চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।