আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো, ‘মৃগী সচেতনতা শিবির’ (Epilepsy Awareness Programme)। শিবির বা কর্মশালার প্রধান আয়োজক মেদিনীপুর শহরের স্নায়ুরোগ বিশেষজ্ঞ (নিউরোলজিস্ট) এবং শিশু চিকিৎসক (চাইল্ড স্পেশালিস্ট) ডাঃ পি. সি. ঘোষ। সহযোগী সংস্থা হিসেবে ছিল, ইন্ডিয়ান এপিলেপসি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার।
এদিনের শিবিরে, বিভিন্ন মৃগী রোগী সহ তাদের পরিজনরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন, শহরের বিভিন্ন চিকিৎসক ও ওষুধ কোম্পানীর আধিকারিক’বৃন্দ।
মৃগী বিষয়ক বিভিন্ন প্রশ্ন বা জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ অলোক পন্ডিত, ডাঃ আশিস কর, ডাঃ দেব শংকর গুইন।
আয়োজক ডাঃ ঘোষ জানালেন, মৃগী সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতেই এই উদ্যোগ।