New Delhi, Bangladesh, হিন্দুদের মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করুন, বাংলাদেশে ইসকন সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া নয়া দিল্লির

আমাদের ভারত, ২৬ নভেম্বর: বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারত। ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে নয়া দিল্লির তরফে। বলা হয়েছে, সে দেশে হিন্দুদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়।

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানে হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে‌। এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনায় উত্তাল হয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছে সে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সুরক্ষা সেখানে সুনিশ্চিত করা হয়। হিন্দুদের মত প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে গিয়েছে। সংখ্যালঘুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগ উঠেছে।এটা দুর্ভাগ্যজনক যে এই সব ঘটনায় অপরাধীরা মুক্ত রয়ে গিয়েছে। অথচ যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি উদ্বেগের সাথে নোট করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *