অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: ফের রাজ্য সড়কে দাপিয়ে বেড়াল দলছুট দলমার এক দাঁতাল। শুক্রবার পড়ন্ত বেলায় জঙ্গল ছেড়ে দাঁতালের এভাবে রাজপথে নেমে আসায় হতচকিত হয়েছেন অনেকেই। এদিন এঘটনার সাক্ষী হয়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের খড়িকামাথানি বাজার এলাকার বহু মানুষ জন। রাস্তার দুপাশের দোকানদারদের অনেকেই।
এর আগে ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে গড়শালবনি, জিতুশোলের ওপর দিয়ে যাওয়া রাজ্য সড়কে উঠে পায়চারির দেখা গেছে এক দাঁতালকে। এমনকি খাদ্যের সন্ধানে নেমে একটি লরি উল্টে বস্তাবন্দি ধান, চাল করে সরে পড়েছে দাঁতাল। সন্ধ্যে রাতে ঝাড়গ্রাম শহরের এক অংশে হানা দিয়ে শহরের রাস্তা ধরে দ্রুত চলতে থাকে অপর এক দাঁতাল। গড়শালবনি, জিতুশোলের রাজ্য সড়কের পর জাতীয় সড়কে উঠে চলাচল করা লরি, বাস আটকে খাবারের খোঁজ চালিয়েছে। মানুষের তাড়া খেয়ে হুঁশ ফেরে। দ্রুত গতিতে চলে রাজপথ ছেড়ে চলে গেছে পাশের জঙ্গলে।
এরপর এদিন ফের পড়ন্ত বেলায় তার আবির্ভাব ঘটেছে নয়াগ্রামের খড়িকামাথানি এলাকায়। বালিগেড়িয়া থেকে খড়িকামাথানি হয়ে যে রাজ্য সড়ক নয়াগ্রাম গিয়েছে, সেই পথে আচমকা দেখা যায় দলমার এক দাঁতালকে।পাশের দোকান, গাড়ি, বাইক কাটিয়ে সে শূঁড় নাড়িয়ে দুলকি চালে রাস্তার একদম মধ্যস্থল দিয়ে এগিয়ে আসছে। কিন্তু এদিন কারো কোন ক্ষতি করেনি সে। খড়িকামাথানির জমজমাট বাজার এলাকা ছাড়িয়ে সোজাপথ ধরে চলে যায়। খড়িকা সুপার স্পেশালিটি হাসপাতালে পাশ দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। তার পেছনে কয়েকশো লোক চিৎকার করতে করতে ছুটছে।কেউ আবার হাতির রাজপথে বিচরনের ছবি মোবাইলে বন্দি করতে ব্যাস্ত। চলছে যেন রাজার মতো।