আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ ডিসেম্বর: জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে বিনপুর থানা এলাকার সারেঙ্গাশুলি গ্রামে। মৃত যুবকের নাম বৈদ্যনাথ হেমরম (২৭)।
গতকাল বিকেলে কাপগাড়ি সংলগ্ন শালতোড়া জঙ্গলে সাতটি হাতির একটি দল প্রবেশ করে। বিকেল পাঁচটা নাগাদ হাতিগুলি সারেঙ্গাশুলি জঙ্গলের দিকে এগিয়ে আসতে থাকে। এই সময় এলাকার বাসিন্দারা হাতি দেখতে জঙ্গলে যায়। অনেকেই হাতিগুলোকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। এই সময় দুটি হাতি গ্রামবাসীদের দিকে তেড়ে আসে। অন্যান্যরা পালিয়ে গেলেও বৈদ্যনাথ একটি দাঁতালের সামনে পড়ে যায়। দাঁতালটি তাকে শুঁড়ে ধরে আছাড় মারে এবং পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিলদা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাতে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। হাতিগুলি সারেঙ্গাশুলি জঙ্গলে রয়েছে বলে ঝাড়গ্রাম বন বিভাগ সূত্রে জানাগেছে।

