গোয়ালপোখরে সোনার বিস্কুট সহ গ্রেফতার মহামুদ আলম নামে এক ব্যক্তি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বড়বিল্লা গ্রামে মহামুদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৯৬ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করল পুলিশ। পুলিশ মহামুদকে গ্রেপ্তার করেছে।বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার বড়বিল্লা গ্রামের ষ্টেট ব্যাঙ্কের সামনে এক ব্যক্তিকে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে কথায় অসংলগ্ন থাকায় তল্লাশি চালায় পুলিশ। প্যান্টের পকেট থেকে তিনটি সোনার বিস্কুট সহ বেশ কিছু সোনা উদ্ধার হয়। সোনা পাচারের অভিযোগে পুলিশ মহামুদ আলমকে গ্রেপ্তার করে।

পুলিশের জেরায় মহামুদ আলম জানায়, তার বাড়ি গোয়ালপোখর থানার সাহাপুর(২) এলাকায়। বাংলাদেশ থেকে চোরাপথে সোনাগুলি ভারতে আসে। সেই সোনা ইসলামপুর এবং কিষানগঞ্জে দিতে যাচ্ছিল। পুলিশের জেরায় মহামুদ আরো জানায়, দীর্ঘদিন যাবদ এই সোনা পাচারে যুক্ত আছে। বাংলাদেশ থেকে সোনা এনে ইসলামপুর এবং কিষানগঞ্জে পাচার করছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বহু নতুন তথ্য পুলিশের হাতে এসেছে। আরো তথ্য জানতে ধৃতকে পুলিশী হেফাজতে নেবার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *