আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনার খড়দহ পুরসভার মাধ্যমে খড়দহ এলাকার দুঃস্থ শিল্পী কলাকুশলীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল খড়দহের শিল্প সংস্থা ইলেকট্রোস্টিল কারখানা কর্তৃপক্ষ। সোমবার দুপুরে খড়দহের শিল্প সংস্থা ইলেকট্রোস্টিল কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে খড়দহ থানায় এসে ওই শিল্প সংস্থা খড়দহ এলাকার শিল্পী কলাকুশলীদের আর্থিক সহায়তা করতে খড়দহ পুরসভার হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। ওই শিল্প সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এম কে তিওয়ারি খড়দহ পুরসভার পৌরপ্রশাসক কাজল সিনহার হাতে সোমবার ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। খড়দহ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ শীঘ্রই খড়দহের বিভিন্ন শিল্পী কলাকুশলীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
খড়দহ পুরসভার পৌর প্রশাসক কাজল সিনহা বলেন, “আমরা এর আগেও শিল্পীদের সাহায্যে এগিয়ে এসেছিলাম। এবার আমাদের মাধ্যমে এই অঞ্চলের অসহায় শিল্পীদের সাহায্যে এগিয়ে এল ইলেক্ট্রোস্টিল কারখানা কর্তৃপক্ষ। ওদের দেওয়া অর্থ সাহায্য আমরা শীঘ্রই শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ভাগ করে দেব। এতে পুজোর আগে ওদের কিছুটা অন্তত অবস্থার উন্নতি ঘটবে।