পুরভোটের প্রস্তুতিতে ১৮টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৪ মার্চ: পুরভোট প্রস্তুতি নিয়ে বুধবার ১৮ টি জেলার জেলাশাসক সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কলকাতা সহ তিন জেলাকে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আগেই বৈঠক করা হয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করার পর এবার বাকি ১৮ জেলার জেলা শাসকের সঙ্গে বসে পরিস্থিতি বুঝে নিল রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা ও হাওড়ায় ভোট হওয়ার সম্ভাবনা। রমজান মাস শেষ হওয়ার পর বাকি পুরসভাগুলিকে ভোট হতে পারে। সংবিধানের ২৪৩ জেড এ মেনে ধারা সুস্থ স্বাভাবিক অবাধ নির্বাচন করাটাই এখন চ্যালেঞ্জ কমিশনের।

এদিকে পঞ্চায়েত নির্বাচনের কলঙ্কিত স্মৃতি যাতে পুরভোটে না ফেরে তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করলেন রাজ্যের শিক্ষক, শিক্ষা কর্মী ও শিক্ষা বন্ধু ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের দাবি, আসন্ন পুরসভা নির্বাচনে যদি তাদের নিরাপত্তা সুনিশ্চিত না করা হয়, তবে তাঁরা ভোটের কাজ থেকে বিরত থাকবেন। শুধু তাই নয়, আশানুরূপ সুরক্ষা নিশ্চিত না করলে তাঁরা ভোটের সময় বিক্ষোভ দেখবেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *