আশিস মণ্ডল রামপুরহাট, ৬ জানুয়ারী: শ্যুট আউটে মৃত্যু হল উপপ্রধানের দাদার। মৃতের নাম বাবর সেখ (৪০)। বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে। তার ভাই ভাদু শেখ তৃণমূল পরিচালিত রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নিহত বাবর দলের একজন সমর্থক ছিলেন বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফেরার সময় গ্রামের কবরস্থানের কাছে কে বা কারা তাঁকে খুব কাছ থেকে মাথায় গুলি করে। খবর পেয়ে গ্রামের মানুষ তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। তৃণমূলের রামপুরহাট ১ ব্লক সভাপতি আনারুল হোসেন বলেন, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুনের সঙ্গে জড়িত”। তব, পুলিশ এনিয়ে মুখে কুলুপ এঁটেছে।