Mamata, Eid, ইদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

আমাদের ভারত, ৭ জুন: “ইদ মোবারক!” শুভেচ্ছাবার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “ইদ-উল-আযহা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।”

প্রসঙ্গত, ইদুল আযহা, ঈদুল আজহা বা ঈদুল আদহা হলো ’ত্যাগের উৎসব’। ইসলাম ধর্মাবলম্বীদের  সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ইদ নামেও পরিচিত। এই উৎসবকে ইদুজ্জোহাও বলা হয়।

ইদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’।এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নমাযের পর ইদগাহে গিয়ে দুই রাক্বাত ইদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট 
আল্লাহর নামে কোরবানি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *