রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে তল্লাশি ইডি-র, দেশজুড়ে তল্লাশি ২৬টি জায়গায়

রাজেন রায়, কলকাতা, ৩ ডিসেম্বর: রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) সংগঠনের বিরুদ্ধে রাজ্যে তল্লাশি চালালেন ইডি-র আধিকারিকরা। জানা গিয়েছে শুধু এই রাজ্যে নয়, সারা দেশ জুড়ে সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ যোগানে অভিযুক্ত পিএফআই-এর বিভিন্ন অফিসে ২৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির তদন্তকারীরা।

সূত্রের খবর, অতীতে সংশোধিত নাগরকিত্ব আইনের বিরোধিতায় হওয়া হিংসাত্মক ঘটনা থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হয়ে যাওয়া সাম্প্রদায়িক অশান্তিতে আর্থিক মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। এর জেরে উত্তরপ্রদেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র একাধিক সদস্যকে গ্রেপ্তারও করে পুলিশ। অনেক সদস্যদের নাম ও ছবি প্রকাশ্যে টাঙিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য তাদের অভিযুক্তও করা হয়। বৃহস্পতিবার ফের সেই সংগঠনের নামে দায়ের হওয়া একটি আর্থিক দুর্নীতির মামলার তদন্তে নেমে দিল্লি-সহ দেশের আটটি রাজ্যের ২৬টি জায়গায় তল্লাশি চালানো হয় যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের তিন জায়গা এবং কলকাতার এক জায়গা।

দেশজুড়ে তল্লাশি চালানো হয় কেরলের কোচি, মাল্লাপুরম ও তিরুবন্তপুরম-সহ ৬টি জায়গা, তামিলনাড়ুতে চেন্নাই ও মাদুরাই-সহ পাঁচটি জায়গা, পশ্চিমবঙ্গের কলকাতা ও মুর্শিদাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরু, দিল্লির শাহিনবাগ, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ ও বারাবাঁকি, বিহারের দ্বারভাঙা ও পূর্ণিয়া, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও রাজস্থানের জয়পুরে।

মুর্শিদাবাদে আইডিবিআই ব্যাঙ্কের তিনটি কাস্টমার সার্ভিস পয়েন্টে হানা দিয়েছেন তদন্তকারীরা। গ্রাহক ও কর্মচারীদের টানা জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এদিন সকাল থেকে মুর্শিদাবাদের তিন জায়গায় ও কলকাতার একটি, মোট চার জায়গায় তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালান প্রায় ৩০ জন ইডি আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *