আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় ইডির হানা। ফরাক্কার অর্জুনপুর এলাকায় ইডির আধিকারিকরা হানা দেয় বলে জানাগেছে। সূত্রের খবর, অর্জুনপুর এলাকার ওবায়দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আজ সকাল দশটা নাগাদ ইডি হানা দেয়। ওই ব্যক্তি অনেকগুলো সিএসপি ব্যাঙ্কের সঙ্গে জড়িত বলে জানা যায়। তবে কি কারণে এই হানা তা এখনও স্পষ্ট হয়নি। ওই ব্যক্তির বাড়ি ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা।
জানাযায়, ওবায়দুরের নামে একটি আইডিবিআই ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন নাকি বন্ধ আছে। এছাড়া এসবিআই ও ইউনিয়ন ব্যাঙ্ককেও তার অ্যাকাউন্ট আছে। তবে সেগুলি পরিবারের সদস্যদের নামে আছে বলে শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দা কাছে। একই সঙ্গে বহরমপুর থানার সুন্দিপুর এলাকার আরেক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও হানা দেয় ইডি। যদিও পরিবারের কেও কিছু জানেননা যে কেন এই তদন্ত। এমনকি পুলিশের কাছেও কোনও তথ্য নেই বলে সূত্রে জানা যাচ্ছে। কোনও পুলিশ ছাড়া শুধু কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই তদন্ত হওয়ায় সৃষ্টি হয়েছে জল্পনা।