স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ অক্টোবর: রেশন দুর্নীতি কাণ্ডে শান্তিপুরে হানা দিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর একটি দল। সূত্রের খবর, বুধবার আনুমানিক সকাল সাড়ে ১১ টা নাগাদ শান্তিপুরের বড় বাজার এলাকার এক রেশন ডিলারের দোকানে আচমকা হানা দেয় ইডির একটি ৪ সদস্যের দল। ওই রেশন ডিলারের নাম বিশ্বজিৎ কুন্ডু। দোকানের পাশাপাশি ওই রেশন ডিলারের বাড়িতেও হানা দেয় ইডি। ঘটনার পর থেকেই পলাতক রেশন ডিলার বিশ্বজিৎ কুন্ডু। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান ও বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
কাঁসারি পাড়ার বাসিন্দা কাঞ্চন দাস জানান, “রেশনে যা মাল দেয় তা খাবার মতন নয়। রেশন নিয়ে ওদেরই বেচে দি। ১৩ টাকা কেজি দরে চাল বিক্রি করে দিই। একদম বাজে, খাওয়ার অযোগ্য। রেশনের আটা গরু ছাগলে খায়, মানুষে খায় না”।
আরেক বাসিন্দা মনোজবাবু নাম (পরিবর্তিত) জানান, এ রাজ্যে রেশন দুর্নীতিতে শাসক দলের তাবড় তাবড় নেতারা জেলে, কিন্তু তবুও চালে পোকা। এর উপর মোটা চাল তো আছেই। তারপর চিনি ধুলোর মত। কোনভাবেই দুর্নীতি আটকানো যায়নি। গরিব মানুষরা খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে।