আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ তাঁর পরিবারের ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার ইডি এক্সবার্তায় এই খবর জানিয়েছে।
ওই অ্যাকাউন্টগুলিতে মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ছিল৷ সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়৷ বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় মোট ৫১ কোটি ১৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে গরুপাচার মামলার তদন্তে নেমেছিল সিবিআই। বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ শর্মা, গরুপাচারে অভিযুক্ত এনামুল হক, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ওই মামলায় গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ ধৃতদের জেরা করে ২০২২-এর ১১ অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই।