আমাদের ভারত, মেদিনীপুর, ২১শে ডিসেম্বর: দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে কর্মীদের সঙ্গে মাটিতে বসে দুপুরের খাবার খেলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ। শালবনী ব্লকে “দিদিকে বলো” গণসংযোগ কর্মসূচিতে শনিবার তিনি মন্ডলকূপীতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি এলাকার মানুষের সামনে তুলে ধরেন। এলাকার স্থানীয় নেতৃত্ব অসিত ঘোষ, মলয় সিংহ, শান্তুনু সিংহ, তুহিন গাঁতই, সুদীপ সিংহ, সুপ্রিয় ভুঁইঞা, অতনু সিংহ, হাঁসু মাহাত, মঙ্গলা গরাই সহ এলাকার মহিলাদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন।
“দিদিকে বলো” নম্বরে ফোন করে সমস্যার কথা তুলে ধরতে আহ্বান জানান নেপাল বাবু। তিনি আরও জানান, জননেত্রী পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে আগলে রাখবেন, কেউ যাতে বিভ্রান্ত না হয় তার অনুরোধ তিনি করেন। বর্ষীয়ান নিরামিষভোজী নেপালবাবু জনসংযোগ সেরে তার ঘনিষ্ঠ সহযোগী মলয় সিংহে’র মাটির বাড়ির দাওয়ায় বসে কর্মীদের সঙ্গে দুপুরের খাবার খান।