সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন নকশাল নেতা অলীক চক্রবর্তী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ ডিসেম্বর:
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামলেন ভাঙড় আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তী চক্রবর্তী। শনিবার অলীক চক্রবর্তীর দল সিপিএমএল রেডস্টারের সদস্যরা রামলীলা ময়দান থেকে মোদী সরকারের বিরুদ্ধে মিছিল শুরু করেন। মিছিলটি শেষ হয় ধর্মতলার রানিরাসমণি অ্যাভিনিউতে। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে এই মিছিলে অংশ নিয়েছিল সিপিএমএল নিউ ডেমোক্রেসির মতো কয়েকটি নকশালপন্থী সংগঠন।

এ রাজ্যের মানুষ কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। তাই কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কথা বলেন অলীক চক্রবর্তী। মোদী সরকারের আমলে দেশে বেকারত্ব বাড়ছে। বেকার যুবকরা সম্পূর্ণ দিশাহীন। তাই নজর ঘোরাতেই মোদি সরকার ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছেন। কখনও রামমন্দির। আবার কখনও কালা আইন। নজর ঘোরানো আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করতে হবে বলে জানান অলীক চক্রবর্তী। তবে আন্দোলন অবশ্যই গণতান্ত্রিক হবে বলে এদিন জানান ভাঙড় আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *