East Medinipur, police, মহিলা সুরক্ষায় হেল্পলাইন প্রকাশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ আগস্ট: আরজিকরের ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ whatsapp এন্ড Call নম্বর প্রকাশ করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

তিনি জানান, জেলায় মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নম্বর প্রকাশ করা হলো। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরটি whatsapp এন্ড Call পরিষেবা রয়েছে। আজ থেকেই এই পরিষেবা চালু করা হলো। ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকবে। মহিলা সুরক্ষার কথা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধানও করা হবে৷ সেই সাথে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে।

গত ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *