আমাদের ভারত, ৭ অক্টোবর: রাজ্যব্যাপী ছোট বড় সমস্ত দুর্গোৎসব উদ্যোক্তা ও পরিচালকমণ্ডলীকে শারদোৎসবের প্রাক্কালে বিনম্র আবেদন জানালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পঃবঙ্গ।
বিবৃতিতে লেখা হয়েছে, পেরিয়ে গেছে আটান্নরও বেশি বিনিদ্র রাত। নারকীয় নির্যাতন ও প্রাতিষ্ঠানিক খুনের বলি আমাদের সবার ঘরের “অভয়া” আমাদের ছেড়ে চলে গেছে। প্রকৃত বিচারের আলো এখনও বহু ক্রোশ দূরে। জনগণ উত্তাল ক্ষোভের আগুনে রাজপথে রোজ, গ্রাম থেকে শহরে। গণ জোয়ার তরঙ্গায়িত আট থেকে আশির হৃদয়-অন্তঃপুরে। অভয়ার পরিবারের শূন্যতা, আমাদের সব পরিবারে। একই সাথে পালন হোক শারদোৎসব, পাশে নিয়ে দ্রোহের উৎসবের মশালের দীপ্তি। দাবি থাকুক এক ও অভিন্ন। ‘অভয়ার প্রকৃত বিচার’। আসামি ও নেপথ্যের ষড়যন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি। চাই না দেখতে কোনো দ্বিতীয় অভয়া। ফিরে আসুক মানবতার চেনা ছন্দ। বেআব্রু হোক দুর্নীতি, হুমকি। সংস্কৃতির এখনও অদেখা বহু স্তর।
এই আবহে মানুষের এই আন্দোলনের এক যোগ্য সহযোদ্ধা হিসেবে আমাদের হার্দিক আহ্বান, আপনার সমীপে–
১] পূজো মণ্ডপের প্রাঙ্গণ এর বৃহত্তর পরিসীমার মধ্যে, অনতিদূরে ‘অভয়ার বিচারের দাবিতে দ্রোহ-মঞ্চ এবং শপথ কোণ’, পুজোর দিনগুলোতে ক্রিয়াশীল থাকুক, স্মৃতির সম্মানে প্রজ্জ্বলিত প্রদীপ এবং অসংখ্য দর্শনার্থীদের মনের কথা লেখার নোটবুক সহ।
২] পূজো মণ্ডপের চৌহদ্দিতে যে মাইক সিস্টেম ক্রিয়াশীল থাকবে, সেখানে প্রতি ঘণ্টায়, সব হারানো অভয়ার বাবা-মা এর “দু মিনিট এর আর্তি ও আবেদন”, আমাদের সব্বার সন্তান/ বোন এর দ্রুত বিচারের দাবিকে বাস্তবায়িত করতে, সম্প্রচার করার জন্য হার্দিক প্রয়াস গ্রহণের আবেদন রাখছি। অভয়ার অভিভাবক- এর আবেদনের অডিও ক্লিপ এর সাথে সংযোজিত করা থাকল।
মনের পাথর সরছে না কিছুতেই। ক্ষোভের আগুনও নেভবার নয় সহজে। তাই আশা রাখি, আমাদের আন্তরিক আবেদনে সাড়া দেবেন আপনারা প্রত্যেকে। সবাইকে শারদীয় আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।”
বিবৃতিতে সই করেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পঃবঙ্গ [পঃবঙ্গের চিকিৎসক সংগঠনগুলির সর্ববৃহৎ সম্মিলিত মঞ্চ]-র যুগ্ম আহ্বায়ক ডাঃ পুণ্যব্রত গুণ ও ডাঃ হীরালাল কোনার।