সাথী দাস, পুরুলিয়া, ২৫ অক্টোবর: পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ক্যাম্পে দুর্গা পূজা করছে সিআরপিএফ। এতদিন গোটা পাহাড়ে একটাই পুজো হত। সিআরপিএফ ক্যাম্পের এই পুজো এবার পাহাড় বাসির কাছে বাড়তি পাওনা। এই পুজোর মাধ্যমে জনসংযোগও বাড়াচ্ছেন জওয়ানরা।
মাও অধ্যষিত এলাকায় মোতায়েন ছিল নাগাবাহিনী। তারা চলে যাওয়ার পর এসেছে সি আর পি এফ। সেইমতো অযোধ্যা হিলটপেও দায়িত্ব পেয়েছে বি কোম্পানির ৫০ ব্যাটেলিয়ানের সি আর পি এফ। দায়িত্ব পাওয়ার পর প্রথম শুরু হল দুর্গাপূজা।
ইন্সপেক্টর আর এস পি সিং জানান, “ক্যাম্পে সব ধর্মের জোয়ান রয়েছেন। তাছাড়া এই ভূমিতে মা দুর্গারেই স্থান। তাই দুর্গাপূজা শুরু করা হল। আজ আমরা কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি।
বিতরণ করা হচ্ছে প্রসাদ। এলাকার মানুষ দর্শন করতে আসছেন। এছাড়া এলাকার মানুষের সহযোগিতা রয়েছে পূজায়। তেমনি আমরাও তাঁদের পাশে রয়েছি।”
এদিকে নতুন দুর্গাপূজায় খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা অখিল সিং সদ্দার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এই নিয়ে অযোধ্যা পাহাড়ে দুটি দুর্গা পূজা হচ্ছে। ৭০ টিরও বেশি গ্রামের হিলটপের একমাত্র পুজোয় খুশি ভাগ করে নিতেন বাসিন্দারা। এবার সি আর পি এফ ক্যাম্পে মাতৃ আরাধনা হওয়ায় বাড়তি পাওনা বলে মনে করছেন পাহাড়বাসি।