পান্ডুয়ার রাধারানী বালিকা বিদ্যালয়ে ফের অচলাবস্থা, বিক্ষোভের জেরে ফিরে গেলেন প্রধান শিক্ষিকা

আমাদের ভারত, হুগলী, ২ জানুয়ারি: পান্ডুয়ার রাধারানী বালিকা বিদ্যালয়ে ফের অচলাবস্থা। প্রধান শিক্ষিকার অপসারণ চেয়ে যে অবস্থার তৈরি করেছিলেন অন্য শিক্ষিকারা, আজ আবার তার পুনরাবৃত্তি।

এতদিন ছুটিতে থেকে মঙ্গলবার সকালে প্রধান শিক্ষিকা কাজে যোগ দিতে আসেন। সেই সময় তাঁকে ঘিরে শুরু হয় উত্তেজনা। খবর থাকায় সকাল থেকেই ক্লাস বন্ধ করে স্কুলের গেটে অবস্থানে বসেন অন্য শিক্ষিকারা। বন্ধ থাকে পঠন পাঠন। প্রধান শিক্ষিকা স্কুলে আসতেই অবস্থা চরমে ওঠে। শুরু হয় ঠেলাঠেলি। তার মধ্যে কেউ কেউ ছবি তোলার চেষ্টা করলে তা নিয়েও বচসা হাতাহাতি শুরু হয়ে যায়। কোনো রকমে সেখান থেকে পালিয়ে যান প্রধান শিক্ষিকা। পরে থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। অন্যদিকে স্কুলে চলতে থাকে অবস্থান বিক্ষোভ। পড়াশোনা লাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *