আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে একের পর এক কাঁচা বাড়ি। এরই মধ্যে অসহায় গরিব পরিবারের মাটির বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। বাঁকুড়া সদর থানার কারকডাঙ্গায় গতকাল রাতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালেই সেখানে গিয়ে হাজির হন সদর থানার বিধায়ক নিলাদ্রী দানা। অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাদের হাতে ত্রিপল তুলে দেন। অস্থায়ী বসবাসের জন্য, ব্যবস্থা করেন খাবারের।নিলাদ্রীবাবুকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আগুন লাগার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। নিলাদ্রীবাবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
নিলাদ্রীবাবু জানান, সাত সকালে আগুন লাগার খবর পেয়ে কারকডাঙ্গায় হাজির হয়ে ক্ষতিগ্রস্ত বাউরি পরিবারটির হাতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দিই। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজগ্রাম, কড়গাহিড় এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ধসে পড়েছে। সেই সব পরিবারের হাতেও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকেই বাড়ি ভেঙে পড়ার খবর আসছে। সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।