“দুয়ারে সরকার” কর্মসূচি ঘিরে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান

আমাদের ভারত, বর্ধমান, ৪ ডিসেম্বর : দুয়ারে সরকার প্রকল্পকে ঘিরে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের খালাসিপাড়া এলাকায়। ঘটনায় দুই গোষ্ঠীরই বেশ কয়েকজন জখম হয়। এরপরেই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার মহম্মদ সেলিমকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে তৃণমূল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। অভিযোগ, সেই ক্যাম্পে কার্ড নিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতা শিবশংকর ঘোষের উপরে হামলার অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বেধে যায়। পালটা শিবশংকরের নামে ক্যাম্পে কাজে বাধা, কর্মীদের মারধরের অভিযোগ ওঠে।

তৃণমূল নেতা খোকন দাস অভিযোগ করে বলেন, ৬ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মহম্মদ সেলিমের নেতৃত্বে তাদের দলের শিবু ঘোষকে মারধর করা হয়। শিব শংকর ঘোষ এদিন তার আত্মীয়দের নিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিতে এসেছিলেন। সেই সময় মহম্মদ সেলিম তার দলবল নিয়ে তাকে আক্রমণ করে। খোকন দাসের আরও অভিযোগ, কিছুদিন আগে সিপিএম নেতা আইনুল হক তাদের দলে যোগ দেয়। সেই আইনুল হকের সঙ্গে মহম্মদ সেলিম ও মেহবুব রহমান একজোট হয়ে এদিন শিবু ঘোষকে মারধর করে।

এরপরেই খোকন দাস হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। সন্ধ্যের মধ্যে সেলিমকে গ্রেফতার করা না হলে তারা থানা ঘেরাও করবে। সন্ধ্যে নাগাদ তৃণমূল বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

অন্যদিকে মহম্মদ সেলিম বলেন, শিবশংকর ঘোষ বহিরাগতদের নিয়ে এলাকায় দাদাগিরি করে। এদিন দুয়ারে সরকারের কর্মসূচি শুরু হলে শিবু দলবল নিয়ে এসে ঝামেলা শুরু করে। ফলে সাধারণ মানুষ রুখে দাঁড়ায়। এরপর তার দলবল মারধর ভাঙ্গচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *