পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। আর এবারের দুয়ারে সরকারের মূল আকর্ষণ “পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন”।
মেদিনীপুর শহরে ৯ নম্বর ওয়ার্ড কর্নেলগোলা শ্রী নারায়ণ বিদ্যাভবন বালিকা বিভাগ স্কুলে দুয়ারের সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে এলাকাবাসীরা অভাব অভিযোগ সহ নানা সরকারি সুবিধা ও সহযোগিতা পান।
এছাড়া মেদিনীপুর পুরসভার তরফ থেকে দুটি ভ্রাম্যমাণ দুয়ারে সরকারের ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়। আজ বেলা এগারোটা নাগাদ মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে উদ্বোধন করা হয় ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্পের। মোট ৯৫টি ভ্রাম্যমাণ ক্যাম্প ঘোরাফেরা করবে শহরজুড়ে। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী কন্যাশ্রী বিধবা ভাতা, বার্ধক্য ভাতার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি প্রকল্পের কাজ চলবে এই দুয়ারে সরকারের শিবির থেকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় এখনো যারা আসতে পারেননি, তারা এবং অন্যান্য যেসব শহরবাসী রয়েছেন যাদের কিছু অভিযোগ রয়েছে তারাও এই শিবির থেকেই নিজেদের সমাধান পাবেন। তবে এবারের মূল আকর্ষণ পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন।
আজকের এই ভ্রাম্যমান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, সিআইসি সৌরভ বসু, সিআইসি মিতালী ব্যানার্জি এবং মেদিনীপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আতিকুর রহমান সহ অন্যান্য পুর কর্মীরা।