জঙ্গিদের গাড়ি থেকে ধৃত রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া পুলিশ আধিকারিক

আমাদের ভারত,১২ জানুয়ারি: লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদীন জঙ্গিদের গাড়ি থেকে গ্রেপ্তার হলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এক পুলিশ আধিকারিক। দক্ষিণ কাশ্মীরের কুড়িগ্রাম জেলার মিরাবাজার থেকে নিরাপত্তারক্ষী ডিএসপি দেবীন্দর সিং-কে গ্রেফতার করা হয়েছে। শ্রীনগর বিমান বন্দরে অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াডের দায়িত্বে ছিলেন তিনি। ডিএসপি দুই জঙ্গির সঙ্গে একই গাড়িতে ছিলেন।
নিরাপত্তারক্ষীরা সে গাড়ি থেকে গ্রেনেড ও একে-৪৭ও রাইফেল উদ্ধার করেছে।

২০০১ সালে সংসদে হামলার পর ডিএসপি দেবীন্দর সিংয়ের নাম উঠে এসেছিল। আফজল গুরু জেল থেকে যে চিঠি তার আইনজীবীকে লিখেছিলেন তাতে দেবীন্দরের নাম উল্লেখ ছিল। সংসদ হামলায় জড়িত থাকা জঙ্গিদেরকে দিল্লি নিয়ে যেতে তার ওপর জোর খাটিয়ে ছিলেন ডিএসপি দেবীন্দর। ২০১৩ সালে আফজাল গুরুর ফাসির পর এই চিঠির কথা জানান আফজাল গুরুর পরিবার। কিন্তু তারপরও দেবীন্দরের বিরুদ্ধে কেন কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিন দেবীন্দরের সঙ্গে গাড়িতে থাকা দুই জঙ্গি পাগড়ী পড়েছিলেন বলে জানা গেছে। জঙ্গিদের ওই গাড়িটির চন্ডীগড়ে যাওয়ার কথা ছিল। দেবীন্দর জঙ্গিদের ঘাঁটি থেকে বাইরে আনার চেষ্টা করছিলেন বলে নিরাপত্তারক্ষীদের দাবি।

গত ১৫ আগস্ট রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এই দেবীন্দর সিং। জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য দেবীন্দরের উন্নতি হয়েছিল। দেবিন্দের ছিলেন ইন্সপেক্টর। তাকে ডিএসপি পদে উন্নীত করা হয়।

দেবীন্দরের সঙ্গে আজ যে জঙ্গিরা গাড়িতে ছিল তার মধ্যে একজনের বিরুদ্ধে সোপিয়া এলাকায় একাধিক পুলিশ কর্মীকে খুন করার অভিযোগ রয়েছে। ওই জঙ্গির নাম নবিদ। এই নবিদের বিরুদ্ধে ভিন রাজ্যের আপেল ব্যবসায়ীকেও খুনের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *